মোবাইল ফোনের শুল্ক ও কর কমানোর সুপারিশ।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ

দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলো মোবাইল ফোন সেবার ওপর ২০% সম্পূরক শুল্ক এবং ১% সারচার্জ কমানোর প্রস্তাব করেছে। তাদের দাবি, এই ধরনের কর সাধারণত বিলাসবহুল পণ্য ও সেবার ওপর আরোপ করা হয়, কিন্তু মোবাইল সেবা এমন নয়। অপারেটররা সম্পূরক শুল্ক ও সারচার্জ পুরোপুরি তুলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কর বৃদ্ধির কারণে গত বছর থেকে মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যা হ্রাস পেয়েছে। এছাড়া সিম সরবরাহের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের প্রস্তাবও উত্থাপন করা হয়।
মোবাইল অপারেটরের প্রতিনিধিরা করপোরেট কর কমানোরও দাবি করেছেন, কারণ বর্তমানে মোবাইল অপারেটরদের কর হার উচ্চতর। তারা এই খাতের জন্য আলাদা শ্রেণি না রেখে অন্য কোম্পানির সঙ্গে একত্রে তালিকাভুক্ত করার সুপারিশ করেছেন।
আপনার মতামত লিখুন