সংস্কার পরিষদ আটাবের কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের দাবি করেছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ

আটাব সংস্কার পরিষদ বর্তমান কমিটি বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছে। আহ্বায়ক গোফরান চৌধুরী মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে এই অভিযোগ করেন, যেখানে বলা হয়, বর্তমান কমিটি জাল ভোট, কেন্দ্র দখল এবং অপকর্মের মাধ্যমে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ট্যুরিজম এজেন্সির আইন লঙ্ঘন করে ‘আটাব অনলাইন’ প্রতিষ্ঠা করে টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে আটাবের সভাপতি আবদুস সালাম আরেফ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচন স্বচ্ছভাবে হয়েছে এবং বিরোধীরা ফলাফলে অসন্তুষ্ট।
আপনার মতামত লিখুন