সরকারি কর্মচারীরা পে কমিশন গঠনসহ সাতটি দাবি উত্থাপন করেছেন।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠনের দাবি জানিয়েছে। তারা ৫০% মহার্ঘ ভাতা না পেলে ঈদুল ফিতরের পর কঠোর কর্মসূচি ঘোষণা করবে। রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে সাত দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, পদবি পরিবর্তন, এক পদ্ধতিতে নিয়োগ এবং বার্ষিক বেতন বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে। পরিষদের নেতারা জানান, দাবি আদায় না হলে রাজপথে আন্দোলন করা হবে।
আপনার মতামত লিখুন