ইউজিসিতে এক সাংবাদিককে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ
ইউজিসিতে এক সাংবাদিককে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠেছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনার সময় সাংবাদিক মো. শিহাব উদ্দিন ইউজিসি ভবনে উপস্থিত ছিলেন এবং তিনি সাংবাদিকতা করেন “ডেইলি ক্যাম্পাস ডটকম” নামক অনলাইন নিউজ পোর্টালে। ইউজিসি চেয়ারম্যানের নির্দেশে গঠিত একটি তথ্যানুসন্ধান কমিটি ঘটনার প্রাথমিক সত্যতা পায় এবং সিসিটিভি ফুটেজে ইউজিসির অফিস সহায়ক আমিনুল ইসলামের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাকে ইতোমধ্যে বদলি করা হয়েছে। ঘটনার সময় ইউজিসির সিনিয়র সহকারী সচিব মোহা. মামুনুর রশিদ খানও উপস্থিত ছিলেন এবং এর পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি ইউজিসি চেয়ারম্যানের দপ্তরে যেতে গিয়ে এ ঘটনা সম্মুখীন হন, যেখানে আমিনুল ইসলাম তাকে ধাক্কা দেন। এরপর তাকে চেয়ারম্যানের দপ্তরে নেওয়া হয় এবং পরিস্থিতি শান্ত করার পর নিরাপদে ইউজিসি থেকে বের করে দেওয়া হয়। যদিও আমিনুল ইসলাম ঘটনাটি অস্বীকার করেছেন এবং বলছেন, শুধু কথাকাটি হয়েছিল।

এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।