টিউলিপ বলেছেন, বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ ‘মিথ্যা’।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ
টিউলিপ বলেছেন, বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ ‘মিথ্যা’।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ অভিযোগে তাঁকে নিশানা করার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, দুর্নীতির সকল অভিযোগ ‘অযৌক্তিক এবং হয়রানিমূলক’। শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক, যিনি বর্তমানে যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য, তাঁর বিরুদ্ধে উঠা অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি জানান, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে কোনো সঠিক অভিযোগ আনেনি এবং তাদের কার্যক্রমের মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।

অভিযোগগুলো অন্তর্ভুক্ত করে রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তি, ঢাকায় জমি দখল ও মুদ্রা পাচার। তবে তিনি দাবি করেন যে, এসব বিষয়গুলোর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। টিউলিপের আইনজীবী বলেন, দুদক যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তার বিরুদ্ধে অভিযোগ করেছে এবং সঠিক তথ্য প্রমাণ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।