ঢাকা থেকে ইতালির দূতাবাসকে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আহ্বান

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির দূতাবাসকে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন নিষ্পত্তির যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। ১৯ মার্চ, বুধবার, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই বিষয়টি উত্থাপিত হয়।
এ সময় পররাষ্ট্র সচিব জানিয়ে দেন যে, বাংলাদেশি অভিবাসী কর্মীদের ভিসা আবেদনে আটকে থাকা কেসগুলোর কারণে তাঁদের ওয়ার্ক পারমিট (নুলা ওস্তাস) বাতিল বা মেয়াদোত্তীর্ণ হতে পারে। এর ফলে ভিসা প্রার্থীদের এবং তাঁদের পরিবারের ওপর আর্থিক, সামাজিক ও মানসিক চাপ সৃষ্টি হচ্ছে।
রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, ইতালির নতুন আইনের অধীনে গত বছরের ২২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট স্থগিত রয়েছে। তিনি আরও জানান যে, ইতোমধ্যে যাঁরা ভিসা আবেদন করেছেন, তাঁদের ভ্রমণ নথি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, লুল্লা ওস্তাসের পুনঃপরীক্ষা প্রক্রিয়া ইতালির প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয় এবং দূতাবাসের এ বিষয়ে কোনো হস্তক্ষেপের ক্ষমতা নেই।
ভিসা প্রক্রিয়া সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত আলেসান্দ্রো ব্যাখ্যা করেন যে, দূতাবাসের পক্ষে ৯০ দিনের মধ্যে প্রতিটি ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। কখনও কখনও বিশেষ ধরনের আবেদন এবং ফ্লো ডিক্রি বাস্তবায়নে ৯০ দিনের বেশি সময়ও লাগতে পারে। তবে তিনি আশ্বস্ত করেন যে, তিনি ইতালির উপযুক্ত কর্তৃপক্ষের কাছে মুলতবি থাকা ভিসা আবেদনগুলোর দ্রুত পুনঃপরীক্ষা করার অনুরোধ পৌঁছে দেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধান করবেন।
আপনার মতামত লিখুন