পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার নিয়ে ট্রাম্পের বক্তব্য সঠিক নয়।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার নিয়ে ট্রাম্পের বক্তব্য সঠিক নয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলারের প্রকল্পটি বাংলাদেশের দুই ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে দেওয়া হয়নি। এই প্রকল্পটি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় বাস্তবায়িত হয়। সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পের বিষয়ে কিছু অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টি করেন, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুসন্ধানে জানা গেছে, প্রকল্পটি সম্পূর্ণ স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হয়েছে এবং এটি কোনো ব্যক্তির মালিকানাধীন সংস্থাকে দেওয়া হয়নি।