রিমার্ক-হারল্যান ৮টি হালাল প্রসাধনী মধ্যপ্রাচ্য ও আজারবাইজানে রপ্তানি করবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
রিমার্ক-হারল্যান ৮টি হালাল প্রসাধনী মধ্যপ্রাচ্য ও আজারবাইজানে রপ্তানি করবে।

রিমার্ক-হারল্যান মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইউএই, মালয়েশিয়া এবং আজারবাইজানে হালাল প্রসাধনী রপ্তানি করবে। কোম্পানিটি প্রাথমিকভাবে লিলি ও অলিন ব্র্যান্ডের আটটি হালাল পণ্য রপ্তানি করবে, এবং ভবিষ্যতে শতাধিক পণ্য রপ্তানির লক্ষ্য রাখছে। পরিচালক শাকিব খান বলেছেন, তারা উন্নতমানের হালাল পণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন। আগামী এপ্রিলে দুবাইয়ে একটি মেলায় অংশগ্রহণ করবে রিমার্ক-হারল্যান।