রোহিঙ্গাদের তথ্য ইসির সঙ্গে শেয়ার করা হবে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) বিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, ইউএনএইচসিআর রোহিঙ্গাদের তথ্য শেয়ার করার বিষয়ে সম্মত হয়েছে। এই তথ্য ব্যবহার করা, কোথায় এবং কিভাবে তা হবে, সেসব বিষয় নিয়ে আরও আলোচনা করা হবে। বুধবার নির্বাচন ভবনে ইউএনএইচসিআরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য প্রদান করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ডেটা পেতে একটি কারিগরি দল গঠন করা হয়েছে, যাতে নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউএনএইচসিআরের প্রতিনিধিরা থাকবেন। সার্ভারের অবস্থান এখনও নির্ধারণ হয়নি, তবে রোহিঙ্গাদের ডেটা যত দ্রুত পাওয়া যাবে, ততই নির্বাচন কমিশনের জন্য সুবিধাজনক হবে। এই তথ্যের মাধ্যমে ভোটার হওয়ার ক্ষেত্রে সমস্যা কমবে এবং ইউএনএইচসিআরের ডেটার সাথে মিলিয়ে সন্দেহজনক ব্যক্তিদের এনআইডি ‘লক’ করে দেওয়া হবে।
আপনার মতামত লিখুন