সন্ত্রাসবিরোধী মামলায় নাট্যকার এহসানুল আজিজকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

দেশ নাটকের প্রতিষ্ঠাতা নাট্যকার এহসানুল আজিজ (বাবু) সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে তাঁকে রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে বুধবার গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। পরে আদালত তাঁকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের মতে, ফেব্রুয়ারিতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জঙ্গি হামলার হুমকি পোস্ট করা হয়েছিল, যা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে গাজীপুর মহানগর পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে আলামিন হোসেন নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে, পরবর্তী সময়ে রনি সরকার, সাইফুর রহমান ও সিয়াম হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের দেয়া তথ্যের ভিত্তিতে এহসানুল আজিজকে গ্রেপ্তার করা হয়।
এহসানুল আজিজের গ্রেপ্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মুক্তির দাবিতে প্রতিবাদ জানিয়েছে অনেক ব্যক্তি।
আপনার মতামত লিখুন