ঈদুল ফিতরে সরকারি ছুটি আরও একদিন বাড়ল, টানা ৯ দিনের ছুটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে। আগে থেকেই পাঁচ দিনের ছুটি নির্ধারিত ছিল, তবে নতুন করে ৩ এপ্রিলকেও ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে এবার সরকারি চাকরিজীবীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবেন।
চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ২৯-৩১ মার্চ ঈদের ছুটি ছিল, তবে এর আগে ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি এবং শবে কদরের ছুটি থাকায় ছুটি কার্যত একদিন আগেই শুরু হচ্ছে। আগে নির্ধারিত ছিল ৩ এপ্রিল অফিস খোলা থাকবে, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেদিনও ছুটি দেওয়া হয়েছে। ৪ ও ৫ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় ছুটি শেষ হবে ৫ এপ্রিল।
বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ। তবে যেসব অফিস বিশেষ আইন অনুযায়ী চলে, যেমন বাংলাদেশ ব্যাংক বা জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান, তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ছুটির ব্যবস্থা নেবে। বাংলাদেশ ব্যাংক এখনও ঈদের সময় ব্যাংক খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে অতীতের মতো বিশেষ প্রয়োজনে কিছু শাখা চালু রাখা হতে পারে।
আপনার মতামত লিখুন