এখন থেকে ঢাকাতেই অস্ট্রেলিয়ার ভিসা পাবেন বাংলাদেশিরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
এখন থেকে ঢাকাতেই অস্ট্রেলিয়ার ভিসা পাবেন বাংলাদেশিরা

বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা এখন থেকে ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন থেকেই ইস্যু করা হবে। এতদিন এই ভিসা প্রসেসিং ভারতের নয়াদিল্লি থেকে পরিচালিত হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাতেই এই কার্যক্রম সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং এ সিদ্ধান্তের কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, ফলে বাংলাদেশি নাগরিকদের আর নয়াদিল্লিতে ভিসা প্রসেসিংয়ের জন্য অপেক্ষা করতে হবে না।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক গত বছর অক্টোবর মাসে বাংলাদেশ সফর করেছিলেন। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কাছে অনুরোধ জানান, যাতে অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং সরাসরি ঢাকায় সম্পন্ন করা হয়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই অস্ট্রেলিয়া এই সিদ্ধান্ত নিয়েছে।