শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা, সতর্কবার্তা বিশেষজ্ঞের

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা, সতর্কবার্তা বিশেষজ্ঞের

সারাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে বৃহস্পতিবার (২০ মার্চ) এই সতর্কবার্তা প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, ২২ ও ২৩ মার্চ পুরো দেশজুড়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ২৩ মার্চ ঝড়টি তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে টেকনাফ দিয়ে বেরিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ঢাকা শহরের ওপর দিয়েও ২৩ মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রপাত বয়ে যেতে পারে, যা প্রাণহানির কারণ হতে পারে।

উত্তরবঙ্গের আলুচাষিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন জেলায় আলু সংরক্ষণের জন্য হিমাগারের সামনে অপেক্ষারত ট্রাকগুলো ঝড় ও বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি এই আলুগুলো ভিজে যায়, তাহলে তা দ্রুত পচে যাবে, ফলে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত হিমাগারে আলু প্রবেশের ব্যবস্থা করা হয়।

বাংলাদেশে ভাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্যশস্য হলো আলু, যা মানুষের শর্করার চাহিদা পূরণে বড় ভূমিকা রাখে। তাই এই ঝড়ের আগেই যথাযথ সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মত দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।