সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি সাত বছর

বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি সাত বছর নির্ধারণ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সংশোধিত আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় শাস্তি বাড়ানোর পাশাপাশি আরও কিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে, যা এই ধরনের মামলার বিচারে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী চূড়ান্ত করার আগে নারী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তাদের মতামত অন্তর্ভুক্ত করার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে দীর্ঘ আলোচনা শেষে সংশোধনী অনুমোদন দেওয়া হয়।
এছাড়া নতুন সংশোধনীতে বলাৎকারের সংজ্ঞা পুনর্নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে, এই ধরনের মামলায় ডিএনএ পরীক্ষার বিলম্ব কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশোধিত আইন নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোকে আরও দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন