সাবেক এমপির পরিবার ও তাদের সম্পত্তি জব্দ, ১৩৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
সাবেক এমপির পরিবার ও তাদের সম্পত্তি জব্দ, ১৩৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত কুমার রায়, তার স্ত্রী নিয়তি রানী রায়, দুই ছেলে রাজীব কুমার রায় এবং সজিব কুমার রায়কে জড়িত করে সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের স্থাবর সম্পত্তি জব্দ এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করার নির্দেশ দেয়। এসব সম্পত্তির মধ্যে রয়েছে চারটি ফ্ল্যাট, দুটি বাড়ি, ৬০টি দোকানসহ ৭৯ দশমিক ৬২ বিঘা জমি। এই জমির মধ্যে রনজিত কুমারের ৩১ দশমিক ৪৮ বিঘা, তার স্ত্রীর ১ দশমিক ৭৫ বিঘা এবং তাদের সন্তানদের ৪৬ দশমিক ৩৯ বিঘা জমি রয়েছে।

এছাড়া, ১৩৭টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে, যার মধ্যে রয়েছে মোট ৩ কোটি ৭৯ লাখ ৬৩ হাজার ৯৭২ টাকা। তারা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগের অধীনে আছেন, এবং তদন্তের স্বার্থে এসব সম্পত্তি জব্দ করা হয়েছে।