আউটসোর্সিং কর্মীদের সুরক্ষায় নতুন নীতিমালা প্রণয়ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ
আউটসোর্সিং কর্মীদের সুরক্ষায় নতুন নীতিমালা প্রণয়ন

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, কোনও ঠিকাদারি প্রতিষ্ঠান চাইলেই কর্মীকে সহজে বাদ দিতে পারবে না।

শুক্রবার (২১ মার্চ) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতা যথাসময়ে পরিশোধ না করা এবং সম্পূর্ণ বেতন না দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আউটসোর্সিং খাতে বিভিন্ন সময়ে সুপারিশের মাধ্যমে কিংবা এককালীন ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে কর্মীদের নিয়োগ দিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করালেও যথাযথ পারিশ্রমিক দেওয়া হতো না এবং মূল বেতনও নিয়মিত পরিশোধ করা হতো না। এসব সমস্যা দূর করতে নতুন নীতিমালায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় কর্মীদের বেতন ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিশোধ করা হবে, যা স্বচ্ছতা নিশ্চিত করবে। ধাপে ধাপে এই নীতিমালা সারাদেশের আউটসোর্সিং কর্মীদের জন্য প্রযোজ্য করা হবে, যাতে কোনও ঠিকাদারি প্রতিষ্ঠান হঠাৎ করে কর্মী ছাঁটাই করতে না পারে।