আওয়ামী লীগ পুনর্গঠনের গুঞ্জন উড়িয়ে দিলেন সোহেল তাজ

লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য দাবি করেছেন, সাবের হোসেন চৌধুরীকে সভাপতি এবং সোহেল তাজকে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এবং এই নতুন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। তার মতে, এই সিদ্ধান্তে ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন রয়েছে, এবং এ কারণেই সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা সম্ভব হয়নি।
তবে পিনাকীর এই দাবিকে সরাসরি নাকচ করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পিনাকীর পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তিনি দাবি করেন, এ ধরনের কোনো আলোচনা তার সঙ্গে হয়নি এবং তিনি রাজনীতিতে নেই।
সোহেল তাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে তার কোনো যোগাযোগ বা আলোচনা হয়নি। তার ভাষায়, “আমি কিছুই জানি না। আমি রাজনীতিতে নেই। নোংরা, পচা রাজনীতিতে আমার আগ্রহ নেই।” তিনি আরও বলেন, আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয়, তবে দলটিকে তাদের অতীত অপকর্ম, হত্যা, গুম ও নির্যাতনের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে এবং বিচারাধীন অপরাধগুলোর জন্য শাস্তি ভোগ করতে হবে।
আওয়ামী লীগের নেতৃত্বে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সোহেল তাজ জানান, একাত্তরের চেতনায় ফিরে না গেলে আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব নয়। তার মতে, ১৯৭৪ সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মূল আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে, তাই যদি পুনর্গঠন করতে হয়, তবে সেটি মুক্তিযুদ্ধের চেতনা এবং জনগণের নীতি-আদর্শকে ভিত্তি করে হতে হবে।
তিনি সরাসরি রাজনীতিতে ফেরার ঘোষণা না দিলেও ইঙ্গিত দিয়েছেন, নতুন প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করে, তবে তিনি তাদের পাশে থাকবেন। সোহেল তাজ বলেন, “নতুন প্রজন্মই দেশ গড়বে। তারাই হবে মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক। যদি তারা সত্যিকারের দেশপ্রেম ও নীতির ওপর ভিত্তি করে এগিয়ে আসে, তবে আমি তাদের পাশে থাকব।”
সোহেল তাজের এই প্রতিক্রিয়ার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, আওয়ামী লীগের পুনর্গঠনের বিষয়ে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি বর্তমানে সক্রিয় রাজনীতিতে ফেরার কোনো পরিকল্পনা করছেন না।
আপনার মতামত লিখুন