আগামী তিন দিনে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ণ
আগামী তিন দিনে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

শুক্রবার (২১ মার্চ) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এই অবস্থায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বিদ্যুৎ চমকানো বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২২ মার্চ) একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

রোববার (২৩ মার্চ) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

সাধারণভাবে, দেশের আবহাওয়া এই সময়টাতে পরিবর্তনশীল থাকে, তাই যেকোনো প্রকার দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।