ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ, ২৪ মার্চ থেকে বাড়ি ফেরা শুরু

ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে বৃহস্পতিবার (২০ মার্চ)। আগামী ২৪ মার্চ থেকে অগ্রিম টিকিট কাটা যাত্রীরা বাড়ি ফেরা শুরু করবেন। একই দিন থেকে ট্রেন ও বাসের ফিরতি টিকিটের অগ্রিম বিক্রিও শুরু হবে।
এবার ঈদে ট্রেন ও বাসের টিকিট অনলাইনে কাটার সুযোগ থাকায় কিছুটা অসন্তোষ থাকলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে না। প্রতিটি আন্তঃনগর ট্রেনের আসনের অতিরিক্ত ২৫ শতাংশ যাত্রী দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকিট কিনতে পারবেন, যা যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
ফিরতি যাত্রার টিকিট কেনার ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবারে ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে, ঈদ যাত্রার টিকিট কেনার পর তা ফেরত নেওয়া হবে না।
এবার ঈদ উপলক্ষে ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। এই বিশেষ ট্রেনগুলো ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম থেকে চাঁদপুর, ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ এবং জয়দেবপুর থেকে পার্বতীপুর রুটে চলাচল করবে। এছাড়া, রেলের বিদ্যমান আন্তঃনগর ট্রেনগুলোর সঙ্গে আরও ৪৪টি নতুন কোচ যুক্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
অন্যদিকে, বাসের যাত্রী সংখ্যা বাড়বে বলে আশা করছে বাস মালিক সমিতি। সংগঠনের দপ্তর সম্পাদক মো. জুবায়ের মাসুদ জানান, অগ্রিম টিকিটের চাহিদা কম থাকলেও ২৪ মার্চ থেকে মানুষের ঈদযাত্রা শুরু হলে চাপ বাড়বে এবং প্রথম দিকের ঘাটতি পূরণ হয়ে যাবে।
আপনার মতামত লিখুন