ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌপথে সর্বোচ্চ প্রস্তুতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৫:০১ অপরাহ্ণ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌপথে সর্বোচ্চ প্রস্তুতি

ঈদ উপলক্ষে দেশের ব্যস্ততম ও বৃহত্তম নৌ-রুট পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে যাত্রী পারাপার নির্বিঘ্ন রাখতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। যাত্রী নিরাপত্তা ও যান চলাচল নিশ্চিত করতে লঞ্চ, ফেরি ও স্পিডবোটের যন্ত্রাংশ মেরামত করে প্রস্তুত রাখা হয়েছে।

নৌপথের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক মোতায়েন থাকবে সেনাবাহিনী, র‍্যাব এবং সাদা পোশাকে পুলিশ। এছাড়া অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে ৩৩টি লঞ্চ, ২২টি ফেরি ও ৬৩টি স্পিডবোট প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে অতিরিক্ত নৌযান ব্যবহারের প্রয়োজন হবে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

নৌ-রুটের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বলেছেন, যেহেতু এবার ঈদ শুষ্ক মৌসুমে পড়েছে, তাই ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়া স্বাভাবিক থাকলে বিদ্যমান ফেরিগুলো দিয়েই নির্বিঘ্নে যাত্রী পারাপার সম্ভব হবে।

বন্দর কর্মকর্তা মো. সেলিম শেখ জানিয়েছেন, আবহাওয়ার সংকেতের ভিত্তিতে লঞ্চ ও স্পিডবোট চলবে, এবং যাত্রীদের অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে। ভাড়া বাড়ানোর কোনো চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করবে বিআইডব্লিউটিএ।

জেলা ফায়ার সার্ভিসের শীর্ষ কর্মকর্তা মো. আব্দুল হামিদ খান জানিয়েছেন, দুর্ঘটনা প্রতিরোধে ঘাটে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল প্রস্তুত থাকবে।

এছাড়া, যানজট এড়াতে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ সক্রিয় থাকবে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। পুলিশ সুপার মোহা. ইয়াসমিন খাতুন জানিয়েছেন, মলম-পার্টি, গামছা-পার্টির মতো অপরাধী চক্র ও অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে থানা ও জেলা পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কন্ট্রোল রুম ও ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা থাকবে। স্বাভাবিক সময়ে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ৩ থেকে ৪ হাজার যানবাহন পারাপার হয়, যা ঈদের সময় তিন থেকে চার গুণ পর্যন্ত বেড়ে যায়। এজন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।