জিএম কাদের: আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই, তবে শেখ হাসিনার আমলে দেশ বিপদের সম্মুখীন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ
জিএম কাদের: আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই, তবে শেখ হাসিনার আমলে দেশ বিপদের সম্মুখীন

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নন। তিনি বলেন, “আওয়ামী লীগ একটি দল, যারা দলের ভেতরে বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ না।”

শুক্রবার (২১ মার্চ) রংপুর নগরীর সেনপাড়ায় নিজ বাসভবন দ্য স্কাই ভিউতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে বিশাল অংকের জনসংখ্যাকে বাইরে রেখে ফ্যাসিবাদী কায়দায় আগামী নির্বাচনের পায়তারা চলছে। তিনি বলেন, এই ধরনের পরিস্থিতি কখনো গ্রহণযোগ্য হবে না, যা দেশের স্থিতিশীলতা নষ্ট করবে এবং সামনের দিকে দেশে আরও সংঘাতময় ও দুর্যোগপূর্ণ অবস্থার সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়া হয়েছে। “এগুলো থেকে উদ্ধার না হলে দেশের মানুষ চরম বিপদগ্রস্ত হতে পারে,” তিনি সতর্ক করেন।

জিএম কাদের জানান, ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেওয়ায় শেখ হাসিনা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার জন্য সমস্ত এজেন্সির লোককে কাজে লাগিয়েছিল, কিন্তু তারা কোনো দুর্নীতি বের করতে পারেনি। তবে এখন নতুনভাবে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে।

তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পুলিশের মনোবল ধ্বংস করা হয়েছে এবং বর্তমানে সেনাবাহিনীর মনোবল নষ্ট করতে পায়তারা চলছে। তিনি সবাইকে দেশের সার্বিক নিরাপত্তা কাঠামো রক্ষায় আন্তরিক হওয়ার আহ্বান জানান।