পহেলা বৈশাখ এবার উদযাপিত হবে সকল জাতিগত সম্প্রদায়ের অংশগ্রহণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ
পহেলা বৈশাখ এবার উদযাপিত হবে সকল জাতিগত সম্প্রদায়ের অংশগ্রহণে

চলতি বছর পহেলা বৈশাখ জাতীয় পর্যায়ে উদযাপিত হবে, যেখানে চাকমা, মারমা, ত্রিপুরা, মণিপুরী, গারোসহ দেশের সকল জাতিগত সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নববর্ষ উদযাপনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে সরকার একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে বাংলা নববর্ষের জন্য সরকারি ছুটি কেবলমাত্র বাঙালি সম্প্রদায়ের জন্য নির্ধারিত ছিল। তবে এবার এই উদ্যোগের মাধ্যমে সব জাতিগত গোষ্ঠীর মানুষ এই উৎসবে সমানভাবে অংশ নিতে পারবে।

সরকারের এই পদক্ষেপ দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে উদযাপনকে সমৃদ্ধ করবে। এবারের পহেলা বৈশাখে বাংলাদেশের বহুমুখী সংস্কৃতির প্রতিফলন ঘটবে, যেখানে সব সম্প্রদায়ের সংস্কৃতি সম্মানের সঙ্গে উপস্থাপিত হবে।