“আগামীকাল ঢাকা ও বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”

আজ শুক্রবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন, আর তাপমাত্রা ছিল সহনীয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল শনিবার থেকে ঢাকা ও দেশের কয়েকটি জেলায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাজধানী ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেটের কিছু এলাকায় ঝোড়ো বাতাসসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে বজ্রপাতও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামীকাল দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের দিকে তা কিছুটা কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে, আর সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আজ সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় (১০ মিলিমিটার), এরপর সিরাজগঞ্জে ৫ মিলিমিটার এবং রাজশাহী, ময়মনসিংহ ও কুষ্টিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সিলেটের শ্রীমঙ্গলসহ দেশের প্রায় সব জেলায় সামান্য বৃষ্টি হয়েছে।
আগামীকাল চট্টগ্রাম ব্যতীত দেশের প্রায় সব জেলায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও বৃহস্পতিবার ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়, যা সামান্য স্বস্তি এনেছে। শুক্রবার দিনভর মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে গরমও কম অনুভূত হয়েছে বলে জানান মহাখালীর বাসিন্দা রেজওয়ান চৌধুরী। তিনি বলেন, “বৃষ্টি হলে ভালোই লাগবে।”
আপনার মতামত লিখুন