গাজায় হত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ

গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ ও রক্তপাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ত্বরিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করে সেখানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে আরও সক্রিয় হতে হবে। তিনি গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনির ওপর বর্বরতা চলছে এবং গাজাকে এক মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, ইসরায়েলের হামলা যুদ্ধবিরতির পরও অবৈধ এবং এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। গাজার রক্তপাত বন্ধে বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
আপনার মতামত লিখুন