“জুমে আসছে নতুন এআই ফিচার, মিলবে বাড়তি সুবিধা”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
“জুমে আসছে নতুন এআই ফিচার, মিলবে বাড়তি সুবিধা”

জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘এআই কম্প্যানিয়ন’ চ্যাটবটে নতুন ফিচার সংযুক্ত করতে যাচ্ছে। শিগগিরই এতে ‘এজেন্টিক এআই’ নামের ফিচার যোগ হবে, যা ব্যবহারকারীদের কাজের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করবে। ফলে ব্যস্ত থাকলেও নির্দিষ্ট সময়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করা সম্ভব হবে।

নতুন এই ফিচারটি জুম ওয়ার্কপ্লেসের ‘টাস্কস’ ট্যাবে পাওয়া যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইন বৈঠকের সময় নির্ধারণ, আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় ডকুমেন্ট ও ভিডিও ক্লিপ তৈরি করতে পারবেন। জুমের প্রধান পণ্য কর্মকর্তা স্মিতা হাশিম জানিয়েছেন, প্রতিটি পণ্য ও যোগাযোগের সঙ্গে এআই একীভূত করা হচ্ছে, যাতে এটি আরও কার্যকর ও সহায়ক হয়।

এছাড়া, জুম ওয়ার্কপ্লেসে ভয়েস রেকর্ডারসহ নতুন কিছু ফিচার যুক্ত হচ্ছে। ভয়েস রেকর্ডার বৈঠকের তথ্য লিখিত আকারে সংরক্ষণ ও মূল বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করবে। পাশাপাশি, ‘লাইভ নোটস’ ফিচারটি রিয়েল-টাইমে জুম মিটিং ও ফোনকলের সারসংক্ষেপ তৈরি করবে।

আগামী মাসে চালু হতে যাওয়া এই এআই কম্প্যানিয়ন ফিচারটি প্রতি মাসে ১২ ডলারে ব্যবহার করা যাবে। এছাড়া, এতে কাস্টম অ্যাভাটার তৈরির জন্য বেশ কিছু টেমপ্লেটও অন্তর্ভুক্ত থাকবে।