উত্তরায় র‍্যাব ও এপিবিএন হেডকোয়ার্টার পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১:৫২ অপরাহ্ণ
উত্তরায় র‍্যাব ও এপিবিএন হেডকোয়ার্টার পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (২২ মার্চ) ঢাকার উত্তরায় অবস্থিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি বাহিনী দুটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সদস্যদের বাসস্থান, খাবার ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া, বাহিনীর সদস্যদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় র‍্যাব ও এপিবিএনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, ২২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও চেকপোস্ট ঘুরে দেখেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরিদর্শনকালে তিনি বনানী মোড়, বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, নিউমার্কেট থানা, শাহবাগ, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, গুলশান থানা এবং আশপাশের এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রাজধানীসহ সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন।