সাংবাদিকদের জন্য নবম গ্রেডের বেতন ও সুরক্ষা আইনের সুপারিশ

গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম বেতন বিসিএস ক্যাডারের নবম গ্রেডের সমান করার সুপারিশ করেছে। রাজধানীতে কর্মরত সাংবাদিকদের জন্য ‘ঢাকা ভাতা’ চালুর প্রস্তাবও দিয়েছে কমিশন।
শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তরের পর সংবাদ ব্রিফিংয়ে কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা না থাকায় অনেকে অনৈতিক কাজে জড়াচ্ছেন। যদিও আমাদের এখতিয়ার নেই ওয়েজবোর্ড নির্ধারণের, তবে আর্থিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সুপারিশ করা হয়েছে।”
সাংবাদিকতার মানোন্নয়নে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। নতুনদের প্রথম এক বছর ‘শিক্ষানবিশ সাংবাদিক’ হিসেবে কাজ করতে হবে, এরপর স্থায়ী নিয়োগের সুযোগ মিলবে। সাংবাদিকদের নিরাপত্তা দিতে বিশেষ সুরক্ষা আইন তৈরির সুপারিশও করা হয়েছে, যার একটি খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।
এছাড়া, গণমাধ্যম মালিকানা সংক্রান্ত অনিয়ম রোধে ‘ওয়ান হাউস ওয়ান মিডিয়া’ নীতি প্রস্তাব করা হয়েছে, যেখানে একজন ব্যক্তি একাধিক পত্রিকা বা টিভি চ্যানেলের মালিক হতে পারবেন না। পাশাপাশি, বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসন দিয়ে জাতীয় সম্প্রচার সংস্থা গঠনের সুপারিশ করা হয়েছে। অনলাইন পোর্টালের জন্য সাতটি বিশেষ নীতিমালা নির্ধারণের প্রস্তাবও দিয়েছে কমিশন।
আপনার মতামত লিখুন