আরেকটি এক-এগারো ঘটানোর পরিকল্পনা চলছে: রাশেদ খান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১:৪৩ অপরাহ্ণ
আরেকটি এক-এগারো ঘটানোর পরিকল্পনা চলছে: রাশেদ খান।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের বিপরীতে দাঁড় করিয়ে আরেকটি এক-এগারো বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, সেনাবাহিনীকে কোনোভাবেই বিতর্কিত করা উচিত নয়, কারণ এক-এগারোর পুনরাবৃত্তি হলে রাজনৈতিক দলগুলোকেই এর ফল ভোগ করতে হবে। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং তাদের অবস্থান আওয়ামী লীগের বিরুদ্ধে না থাকলে গণ অভ্যুত্থান সম্ভব হতো না।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান আরও অভিযোগ করেন যে, প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন এবং তিনি ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য জনগণ প্রত্যাখ্যান করেছে বলে উল্লেখ করেন। তিনি প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে জাতীয় সংলাপ ডাকতে, যাতে দেখা যায়, কারা এর বিরোধিতা করে।

তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার এবং নিষিদ্ধ করার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সব রাজনৈতিক দলকে জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করে রাজনীতি করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রয়োজন রয়েছে এবং এটি প্রধান উপদেষ্টার নেতৃত্বে হওয়া উচিত।

গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি ফারুক হাসান বলেন, সরকারের অভ্যন্তরে ‘আওয়ামী প্রেতাত্মা’ রয়েছে, এবং রাষ্ট্র সংস্কারের জন্য তাদের সরিয়ে দেওয়া জরুরি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের অন্যান্য নেতারা, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গণস্বাক্ষর অভিযান পরিচালিত হয়।