কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালা বাস্তবায়নে সম্মত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ
কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালা বাস্তবায়নে সম্মত

ট্রাম্প প্রশাসনের দাবি করা একাধিক নতুন নীতিমালা বাস্তবায়নে সম্মত হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যাওয়া ফেডারেল তহবিল পুনরুদ্ধার করতে শুক্রবার (২১ মার্চ) এ পদক্ষেপ নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি স্মারকলিপি অনুযায়ী, পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হলো ক্যাম্পাসের প্রতিবাদ নীতির ব্যাপক সংস্কার। এছাড়া কলম্বিয়ার মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশীয় ও আফ্রিকান স্টাডিজ বিভাগ, সেন্টার ফর প্যালেস্টাইন স্টাডিজ এবং ইনস্টিটিউট ফর ইসরায়েল অ্যান্ড ইহুদি স্টাডিজসহ অন্যান্য বিষয় নিয়ে নতুন করে পর্যালোচনা করা হবে।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সম্মত হয়েছে, ভবিষ্যতে মুখ ঢেকে বা মুখোশ পরে প্রতিবাদ করতে দেওয়া হবে না এবং ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ নিষিদ্ধ থাকবে। একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো, বিশ্ববিদ্যালয়ে ঢুকে পুলিশ অফিসাররা গ্রেপ্তার করতে এবং তাদের অপসারণের ক্ষমতা অর্জন করবে।

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন থামানো এবং ইসরায়েলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের দাবিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গত বছর ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা পরে দেশের অন্যান্য ক্যাম্পাসেও বিস্তার লাভ করে। ৭ মার্চ, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হওয়ায় ৪০০ মিলিয়ন ডলারের ফেডারেল অনুদান এবং চুক্তি বাতিল করেছেন।