জুলাই গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে একটি সময়সীমা বেঁধে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ২:০১ অপরাহ্ণ
জুলাই গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে একটি সময়সীমা বেঁধে দিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সংগঠন “ওয়ারিয়র্স অব জুলাই” আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। তারা দাবি করেছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না এবং শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এই দাবিগুলো তুলে ধরা হয়। আহতরা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলে তাদের শিকার হওয়া ক্ষতিপূরণ দাবি করা হবে। তারা শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার আহ্বান জানান। তারা আরও বলেন, যদি তাদের দাবি না মানা হয়, তাহলে ৬৪ জেলা থেকে শহীদ পরিবারের সদস্যরা ঢাকায় আসবে এবং নতুন করে গণ-অভ্যুত্থান হবে।