নির্বাচন কমিশনার মাছউদ বলেছেন, প্রধান উপদেষ্টা নির্ধারিত সময়েই নির্বাচন করবেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
নির্বাচন কমিশনার মাছউদ বলেছেন, প্রধান উপদেষ্টা নির্ধারিত সময়েই নির্বাচন করবেন।

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা যে সময়সীমা নির্ধারণ করেছেন, সে অনুযায়ী দেশে জাতীয় নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন নির্ভুল ভোটার তালিকা তৈরির কাজ করছে।

আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন পরিষদে ভোটার নিবন্ধন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ইসি বলেন, ভোটার তালিকা যত নির্ভুল হবে, নির্বাচন তত সুষ্ঠু হবে এবং কমিশন নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহাবুব হাসান, মির্জাপুর ইউএনও এ বি এম আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান মাহাবুব সিদ্দিকী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানাজ আক্তার, মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন, বানাইল ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন সিদ্দিকী সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

পরিদর্শনের পর ইসি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।