সৌদি সরকারের নির্দেশে ১৫ বছরের নিচে হজযাত্রীদের জন্য নতুন সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১:৫০ অপরাহ্ণ
সৌদি সরকারের নির্দেশে ১৫ বছরের নিচে হজযাত্রীদের জন্য নতুন সিদ্ধান্ত

সৌদি সরকারের বরাদ দিয়ে গত ১২ মার্চ ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ১৫ বছরের কম বয়সী কেউ হজ পালন করতে পারবে না। এদিকে, হজ মৌসুমের মাঝামাঝি সময়ে এমন সিদ্ধান্তের কারণে অনেকেই বিপাকে পড়েছেন, যারা ১৫ বছরের নিচের সন্তানসহ চলতি পবিত্র হজ পালনের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন।

এখন, যদি কেউ হজে যেতে না চান, তাহলে তার পরিবর্তে অন্য কাউকে প্রতিস্থাপন করা যাবে। এবং, যদি প্রতিস্থাপন সম্ভব না হয়, তবে নিবন্ধন করা টাকার পুরোটা ফেরত দেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ধর্ম মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব মামুন আল ফারুক এক বিজ্ঞপ্তিতে বলেছেন, নিবন্ধিত শিশু হজযাত্রী ও তাদের সফরসঙ্গী পিতা-মাতা বা অভিভাবক যদি হজে যেতে অপারগ হন, তাহলে তাদের পরিবর্তে সমসংখ্যক হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে। যদি কোনো হজযাত্রী পাওয়া না যায়, তবে নিবন্ধনের টাকাও ফেরত দেওয়া হবে।

এছাড়া, ধর্ম মন্ত্রণালয় জানায়, সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীর সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।

উপসচিব মামুন আল ফারুক বলেন, সৌদি সরকারের নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। ১৫ বছরের নিচে হজে যেতে চাইলে প্রাক-নিবন্ধন বাধ্যতামূলক।