৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের খবরটি ভিত্তিহীন গুজব।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে মিশনে গিয়ে ৩৩ জন সদস্য নিখোঁজ হওয়ার খবরটি সম্পূর্ণ গুজব। শনিবার (২২ মার্চ) রাতে বিজিবি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করে। তবে, এক বিজিবি সদস্য সমুদ্রে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন বলে তারা নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা উল্লেখ করে, শনিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ায় রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় প্রবল স্রোতে উল্টে যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকালে উত্তাল সমুদ্রে একজন বিজিবি সদস্য পা পিছলে পড়ে নিখোঁজ হন।
বর্তমানে ওই নিখোঁজ সদস্যসহ বাকিদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে বিজিবি।
আপনার মতামত লিখুন