আট বিভাগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ
আট বিভাগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ দেশের আটটি বিভাগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৩ মার্চ) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝোড়ো বাতাসসহ বজ্রবৃষ্টি হতে পারে।

সংস্থাটির তথ্যমতে, এই সময়ে সারা দেশেই দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে। আগামী দুই দিন এই আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা আরও কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে, যেখানে পারদ উঠেছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। এদিন ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েক দিনের তুলনায় কম।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যা আগামী দিনে দেশের আবহাওয়ায় প্রভাব ফেলতে পারে।