ঈদে মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে মহাসড়কগুলোতে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৫ থেকে ২৮ মার্চ এবং ঈদের পরবর্তী ৩ দিন এই চলাচল নিষিদ্ধ থাকবে। তবে, নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে গত ৯ মার্চ একটি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আপনার মতামত লিখুন