চীন সফরে প্রধান উপদেষ্টার চুক্তি নয়, এমওইউ সই হবে, জানান পররাষ্ট্র উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১:৪৭ অপরাহ্ণ
চীন সফরে প্রধান উপদেষ্টার চুক্তি নয়, এমওইউ সই হবে, জানান পররাষ্ট্র উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে কোনো চুক্তি সই হবে না, তবে কিছু সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে, জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। রবিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।

তিনি জানান, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশ যোগ দিচ্ছে কি না, তা নিশ্চিত নয় এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে তিনি জানান, ভারতের উত্তর এখনও পাওয়া যায়নি।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ইউনূসের সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হবে এবং ৫০তম দ্বিপক্ষীয় সম্পর্কের বার্ষিকীতে এই সফর গুরুত্বপূর্ণ হতে পারে।

প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীনের উড়োজাহাজে চীনে সরকারি সফরে যাবেন এবং বোয়াও সম্মেলনে যোগ দেবেন।