নাসির উদ্দীন অনুরোধ জানিয়েছেন, যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১:৩৫ অপরাহ্ণ
নাসির উদ্দীন অনুরোধ জানিয়েছেন, যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ দলের শীর্ষ নেতাদের মধ্যে সৃষ্টি হওয়া মতবিরোধের বিষয়ে শিগগিরই নিজেদের অবস্থান জানাবে।

রবিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে শ্রমিক শাখা গঠনের লক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দীন পাটোয়ারী এ তথ্য জানান।

তিনি বলেন, যেভাবেই হোক, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই।

দলের দুই সমন্বয়ক হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্ট নিয়ে তিনি বলেন, “এনসিপি নেতাদের মধ্যে কোনো বিভক্তি বা সমঝোতার অভাব নেই। তবে দেশের বড় ধরনের অভ্যুত্থান ঘটেছে। আন্দোলন ও রাজনৈতিক কার্যক্রম এক বিষয় নয়। এই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্ররা এখন নিজেদের রাজনৈতিক অবস্থান তৈরি করছেন।”

তিনি আরও বলেন, “যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, আমি দেশবাসীর কাছে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।”

নাসির উদ্দীন পাটোয়ারী জানান, জনগণের প্রত্যাশা অনেক বেশি, যা সামাজিক মাধ্যমে তাদের মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে। তিনি বলেন, “আমরা মানুষের পরামর্শকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং তা গ্রহণ করি।”