সেনাসদর হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে “হাস্যকর ও অপরিপক্ব” বলেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১:০৫ অপরাহ্ণ
সেনাসদর হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে “হাস্যকর ও অপরিপক্ব” বলেছে।

সেনাবাহিনীর সদর দপ্তর হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তার বক্তব্য “সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্টবাজি” এবং “অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব গল্প”। হাসনাত আবদুল্লাহ সম্প্রতি একটি পোস্টে সেনাবাহিনীর পক্ষ থেকে “রিফাইন্ড আওয়ামী লীগ” গঠনে চাপ দেওয়ার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, এই ষড়যন্ত্র ভারতের পরিকল্পনা। সেনাসদর এই অভিযোগ অস্বীকার করে জানায়, বৈঠকটি ছাত্রনেতাদের আগ্রহে হয়েছিল এবং সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তারা সরাসরি সেনাভবনে গিয়েছিলেন।