৩ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা, ৯ দিনের ছুটির সুবিধা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ
৩ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা, ৯ দিনের ছুটির সুবিধা

ঈদুল ফিতরের পর সাপ্তাহিক ছুটির আগে ৩ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে, সব সরকারি প্রতিষ্ঠান এই ছুটির আওতায় আসবে না। জরুরিসেবা এবং বিশেষ প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে ৩ এপ্রিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ৩ এপ্রিল থেকে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দরসমূহ, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা, চিকিৎসাসেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন।

৩ এপ্রিল ছুটির ঘোষণার ফলে সরকারি কর্মকর্তারা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটির সুবিধা পাবেন। এই সিদ্ধান্ত ২০ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত হয়।