ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে কারাগারে পাঠানো হলো দুর্নীতির অভিযোগে

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে তুরস্কের আদালত রোববার (২৩ মার্চ) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ৫৪ বছর বয়সী ইমামোগলু এবং তার সাথে ২০ জনের বেশি অন্যকেও দুর্নীতির তদন্তের অংশ হিসেবে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ‘পিকেকে’ নামে একটি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা ও মদদ দেওয়ার অভিযোগসহ, ঘুষ, চাঁদাবাজি, জালিয়াতি এবং অপরাধমূলক সংগঠনের অংশ হয়ে ব্যক্তিগত স্বার্থ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এটি তুরস্কের প্রধান বিরোধী দলের এবং ইউরোপীয় নেতাদের মধ্যে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে, যারা এরদোয়ানের এই পদক্ষেপকে রাজনৈতিক এবং অগণতান্ত্রিক হিসেবে বিবেচনা করছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই পদক্ষেপ প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ানের সরকারের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের ঝড় তুলতে পারে।
এদিকে, এরদোয়ান সরকারের বিরুদ্ধে সমালোচনা জানিয়ে রিপাবলিকান পিপলস পার্টি ও অন্যান্য বিরোধী দল ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইমামোগলুকে প্রার্থী হিসেবে নির্বাচিত করার জন্য ভোট দিচ্ছে। আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস এই পদক্ষেপকে বিচারব্যবস্থার জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন।
তবে সরকার দাবি করছে, এই তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় এবং আদালত স্বাধীন। তারা দেশব্যাপী বিক্ষোভের বিরুদ্ধে সতর্ক করেছে এবং রাস্তায় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে। শনিবারই ইস্তাম্বুল পৌরসভা ভবন এবং প্রধান আদালতের বাইরে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়, যেখানে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।
আপনার মতামত লিখুন