ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ণ
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবি

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছে। রোববার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঈদকে কেন্দ্র করে সড়ক, নৌ ও আকাশপথে বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা বেড়েছে। সরকার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাস্তবে বিভিন্ন শ্রেণির বাস ও লঞ্চে নানা কৌশলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।

মোজাম্মেল হক চৌধুরী জানান, পরিবর্তিত পরিস্থিতিতে সড়কে চাঁদাবাজি কমলেও ভাড়া কমেনি, ফলে সাধারণ যাত্রীরা এর সুফল পাচ্ছেন না। এবারের ঈদে ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে এসি ও নন-এসি বাসে ৩০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গগামী বাসগুলোতেও দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বগুড়া, নওগাঁ, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।

নৌপথেও একই চিত্র দেখা যাচ্ছে। ঢাকার সদরঘাট নৌবন্দর থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের টিকিট আগেভাগেই অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। আকাশপথেও ভাড়া বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ঢাকা-সৈয়দপুর, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটে ভাড়া অনেক বেড়ে গেছে।

এমন পরিস্থিতিতে ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।