ঈদের কেনাকাটায় ভোগান্তি এড়াতে যা করবেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ
ঈদের কেনাকাটায় ভোগান্তি এড়াতে যা করবেন

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের বড় অংশ জুড়ে থাকে নতুন পোশাক ও উপহার কেনাকাটা। তবে ঈদের বাজারে প্রচণ্ড ভিড় এবং অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। নয়তো পরিশ্রমের উপার্জন ভুল খাতে ব্যয় হয়ে যেতে পারে। পরিকল্পিতভাবে কেনাকাটা করলে তা হবে সহজ, আনন্দদায়ক ও ঝামেলামুক্ত।

বাজেট ঠিক করুন

প্রথমেই একটি নির্দিষ্ট বাজেট নির্ধারণ করুন। কোন খাতে কতটুকু খরচ করবেন তা আগেই ঠিক করে নিন। এতে অতিরিক্ত খরচের ঝামেলা এড়ানো সম্ভব হবে, এবং কাউকে বাদ দেওয়ার আশঙ্কা থাকবে না।

অনলাইনে কেনাকাটা করুন, তবে সতর্ক থাকুন

দোকানের ভিড় এড়িয়ে স্বস্তিতে কেনাকাটার জন্য অনলাইন কেনাকাটা ভালো বিকল্প হতে পারে। তবে শুধুমাত্র বিশ্বস্ত ওয়েবসাইট ও পরিচিত পেজ থেকেই অর্ডার করুন। বিক্রেতার রিভিউ দেখে নিন এবং নিরাপদ পেমেন্টের ওপর ভরসা করুন।

প্রয়োজন বিবেচনা করুন

যেকোনো জিনিস কেনার আগে তার প্রয়োজনীয়তা যাচাই করুন। এমন পোশাক বা অনুষঙ্গ কিনবেন না, যা বছরে একবারও পরা হয় না। বরং বহুমুখী ব্যবহার উপযোগী পোশাক কেনাই ভালো।

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করুন

বাজারের ভিড়ে শিশুদের হারিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তাই শিশুদের হাত শক্ত করে ধরে রাখুন, প্রয়োজনে তাদের পকেটে আপনার ফোন নম্বর ও ঠিকানা লেখা কাগজ দিন। সম্ভব হলে শিশুদের সঙ্গে নিয়ে বাজারে না যাওয়াই উত্তম।

সঠিক দাম যাচাই করুন

ঈদের মৌসুমে অনেক বিক্রেতা অতিরিক্ত দাম দাবি করেন। তাই কেনার আগে বিভিন্ন দোকান ঘুরে দাম যাচাই করুন এবং দরদাম করুন, যাতে ঠকার আশঙ্কা কমে।

নকল ও নিম্নমানের পণ্য এড়িয়ে চলুন

ঈদে বাজারে নকল প্রসাধনী, পোশাক, পারফিউম ও ইলেকট্রনিক পণ্যের ছড়াছড়ি থাকে। তাই নির্ভরযোগ্য দোকান থেকে ব্র্যান্ডের পণ্য কিনুন এবং সম্ভব হলে রসিদ সংগ্রহ করুন।

পকেটমার ও ছিনতাইকারীদের থেকে সাবধান থাকুন

শপিং মলে পকেটমার ও ছিনতাইকারীর সংখ্যা ঈদের সময় বেড়ে যায়। প্রয়োজনের বেশি নগদ টাকা না নেওয়া ভালো। বরং বিকাশ বা ব্যাংকিং কার্ড ব্যবহার করুন। ব্যাগ, মোবাইলফোন ও মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন।

পরিবহন ও ভিড় সামলানোর প্রস্তুতি নিন

শপিং মলে প্রচুর ভিড় থাকে, তাই এমন সময় কেনাকাটা করুন যখন ভিড় তুলনামূলক কম। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক থাকুন।

গরম সামলাতে প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখুন

ঈদ যত কাছে আসে, তত গরম বাড়ে। তাই ছাতা ও পানির বোতল সঙ্গে রাখুন, যাতে কেনাকাটায় স্বস্তি বজায় থাকে।

পরিকল্পিত কেনাকাটা করলে ঈদের আনন্দে কোনো বিঘ্ন ঘটবে না, বরং তা হবে আরও উপভোগ্য ও স্বস্তিদায়ক।