জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের ২২টিতে দ্বিমত পোষণ করেছে এনসিপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১:১২ অপরাহ্ণ
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের ২২টিতে দ্বিমত পোষণ করেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া ১৬৬টি প্রস্তাবের মধ্যে ২২টিতে দ্বিমত পোষণ করেছে। এছাড়া, ১১৩টি প্রস্তাবে পুরোপুরি একমত এবং ২৯টি প্রস্তাবে আংশিক একমত বলে জানিয়েছে দলটি।

রোববার (২৩ মার্চ) দুপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার সাংবাদিকদের কাছে দলীয় মতামত জমা দেওয়ার পর এ তথ্য জানান। তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া ১৬৬টি প্রস্তাবের মধ্যে আমরা ১১৩টিতে পুরোপুরি একমত, ২৯টিতে আংশিক একমত এবং ২২টিতে একমত হতে পারিনি।”

তুষার আরও বলেন, কমিশন তাদের কাছে দুইটি গুরুত্বপূর্ণ রিপোর্ট পাঠায়নি, একটি হচ্ছে পুলিশ সংস্কার কমিশন এবং অপরটি স্থানীয় সংস্কার কমিশন। এনসিপি এই বিষয়ে কমিশনের অবস্থান জানতে চেয়েছে।

দলের মতামত জানিয়ে তুষার বলেন, “রাষ্ট্রভাষা বাংলা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা দাপ্তরিক ভাষা হওয়া উচিত। তরুণ-তরুণীদের জন্য দশ শতাংশ মনোনয়ন দেওয়ার প্রস্তাবে আমরা সম্মতি জানালেও, বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর হওয়া উচিত বলে মনে করি। প্রার্থী হওয়ার বয়স ন্যূনতম ২৩ বছর হবে।”

এছাড়া, ডেপুটি স্পিকার নিয়ে এনসিপি বলেছেন, “একজন ডেপুটি স্পিকার হবে, এবং তিনি বিরোধী দলের থেকে হতে হবে। উচ্চকক্ষের প্রার্থী নির্বাচনের আগেই ঘোষণা করতে হবে।”

এনসিপি নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব সমর্থন করেছে এবং বলেছে, এটি ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে থাকতে হবে। জরুরি অবস্থার বিষয়ে এনসিপি প্রস্তাব করেছে যে, নির্বাচনকালীন সময়ে জরুরি অবস্থা জারি করা যাবে না।