পোপ ফ্রান্সিস হাসপাতাল থেকে বাসায় ফিরছেন

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে থাকার পর ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস নিজ বাসভবনে ফিরে যাচ্ছেন। ভ্যাটিকান জানিয়েছে, ৮৮ বছর বয়সী পোপ রবিবার (২৩ মার্চ) বিকালের দিকে রোমের জেমেলি হাসপাতাল থেকে ছাড় পেয়ে ভ্যাটিকানের সেন্ট মার্থা বাসভবনে ফিরবেন। এটি ১৪ ফেব্রুয়ারির পর তার প্রথম জনসমক্ষে উপস্থিতি হবে।
চিকিৎসক সার্জিও আলফিয়েরি জানিয়েছেন, পোপের স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে এবং তিনি তার বাসায় গিয়ে আরও ভালোভাবে সুস্থতার পথে এগিয়ে যাবেন। তিনি উল্লেখ করেন, হাসপাতাল সাধারণত শারীরিক ও মানসিক পুনরুদ্ধারের জন্য সেরা স্থান নয়, কারণ এখানে রোগী সহজেই নতুন সংক্রমণে আক্রান্ত হতে পারে।
পোপ ফ্রান্সিসের দ্রুত সুস্থতার জন্য বিশ্বব্যাপী ক্যাথলিক ধর্মাবলম্বী ও অন্যান্যরা প্রার্থনা করছেন। অনেকেই জেমেলি হাসপাতালের বাইরে ফুল, মোমবাতি ও চিঠি রেখে পোপের জন্য শুভকামনা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন