মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১:২৯ অপরাহ্ণ
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

রবিবার (২৩ মার্চ) সচিবালয়ে বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে তিনি এ তথ্য জানান। ফারুকী বলেন, এবারের শোভাযাত্রায় নতুন উপাদান যুক্ত হবে, যা অংশগ্রহণকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা সৃষ্টি করবে।

তবে কী ধরনের পরিবর্তন আনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান এবং এটিকে একটি “চমক” হিসেবে রাখতে চান। তিনি বলেন, শোভাযাত্রায় নতুন রং, সুর ও পরিবেশ উপভোগ করা যাবে।

শোভাযাত্রার নতুন নাম নির্ধারণের বিষয়ে সোমবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে যদি সবাই একমত না হন, তাহলে নাম পরিবর্তন নাও হতে পারে বলে জানান উপদেষ্টা।