সাবমেরিন কেবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ হ্রাস পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ
সাবমেরিন কেবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ হ্রাস পাচ্ছে

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি তাদের সকল প্রকার ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়, যার ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবার ব্যয় কমবে।

আজ রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার ইন্টারনেটের খরচ কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যাতে জনগণ আরও সাশ্রয়ে এই পরিষেবা ব্যবহার করতে পারে। পাইকারি পর্যায়ে মূল্য হ্রাস করা এ উদ্যোগের অংশ, যা আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সমস্ত ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে আনবে।

এছাড়া, ব্যাকবোন পর্যায়ে মোবাইল অপারেটরদের ডিডব্লিউডিএম সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা ট্রান্সমিশন খরচ ৩৯ শতাংশ কমিয়ে আনবে। টেলিকম অপারেটরদের সঙ্গে আলোচনার পর আশা করা হচ্ছে, তারা গ্রাহকদের জন্য ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমাবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, আগামী বছর বাংলাদেশ তৃতীয় সাবমেরিন কেবল সিমিউই-৬-এর সঙ্গে যুক্ত হবে, যা ইন্টারনেট অবকাঠামোকে আরও উন্নত করবে।