গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযোগ করেছেন, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় গুজব ও অপপ্রচার এখনও অব্যাহত রয়েছে। তিনি বলেন, কিছু মহল রাজনৈতিক পরিবর্তন মেনে নিতে না পেরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে।

রোববার (২৩ মার্চ) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে গণমাধ্যমে ভুল তথ্য প্রচার থেকে উত্তরণের উপায় নিয়ে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অতীতে অনেক অপপ্রচার চালানো হয়েছে। অর্থনৈতিক সংকটের সময় নানা গল্প বানিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যম যাচাই না করেই এসব তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব হলো নির্ভুল ও প্রকৃত তথ্য তুলে ধরা। কিন্তু কিছু গণমাধ্যম বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে ভুল ধারণা তৈরি করছে। অনেক মালিক শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে গণমাধ্যম পরিচালনা করছেন, যার ফলে প্রকৃত সত্য তুলে ধরার দায়িত্ব উপেক্ষিত হচ্ছে। কিছু গোষ্ঠী ভুল তথ্য ছড়িয়ে বারবার প্রচারের মাধ্যমে মিথ্যাকে সত্যে পরিণত করতে চায়।

সংলাপে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বিগত সরকারের সময় বিভিন্ন বিষয়ে অতিরঞ্জিত ও ভুল তথ্য প্রচার করা হয়েছে। যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন টেলিভিশনের নামে ভুয়া সামাজিক মাধ্যম পেজ খুলে গুজব ছড়ানো হচ্ছে, যা সত্যতা নিশ্চিতের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করছে।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, কিছু মূলধারার গণমাধ্যম বাধ্য হয়ে ভুল তথ্য প্রচার করায় তাদের গ্রহণযোগ্যতা কমেছে। ভাইরাল হওয়ার প্রবণতায় বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। সংলাপে আরও বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইউল্যাবের অধ্যাপক ড. দ্বীন মুহাম্মদ সুমন রহমান এবং অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে।

সংলাপে বক্তারা গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান এবং জনগণকে বিভ্রান্তিমূলক তথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।