জরুরি অবস্থা জারির খবর গুজব: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জরুরি অবস্থা জারির খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমুদ্রপথে অবৈধ অভিবাসন রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাসিমুল গনি স্পষ্টভাবে বলেন, “জরুরি অবস্থা জারির বিষয়টি সম্পূর্ণ গুজব। এটি নিয়ে মন্তব্য করার কিছু নেই।” তিনি আরও জানান, সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং রাজধানীসহ সারাদেশে পুলিশের তৎপরতা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আশ্বস্ত করেন যে, আসন্ন ঈদের ছুটিতেও দেশের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন