ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার চালু হবে মার্চের শেষে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার চালু হবে মার্চের শেষে

চলতি মার্চ মাসের শেষের দিকে ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার চালু হবে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিস সুসান রাইল উপস্থিত ছিলেন। চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন আইজিপি বাহারুল আলম এবং অস্ট্রেলিয়ার পক্ষে সই করেন অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইটচার্চ।

এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং নয়াদিল্লি থেকে হয়ে আসছিল, তবে এই মাসের শেষে ঢাকায় ভিসা সেন্টার চালু হলে প্রক্রিয়াটি বাংলাদেশে শুরু হবে। ঈদের পরপরই এই সেন্টার কার্যক্রম শুরু হতে পারে।