দেশ ও বিদেশের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান মির্জা আব্বাসের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশ এবং বিদেশের ষড়যন্ত্রকারীদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের অভ্যন্তরে এবং বাইরের ষড়যন্ত্রকারী শক্তি যারা দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে চায়, তাদের নাম প্রকাশিত হওয়া উচিত। মির্জা আব্বাস রোববার (২৩ মার্চ) ফটো জার্নালিস্টস এসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত ফটো সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশের কিংবা বিদেশের নির্বোধরা আমার কথাগুলি বুঝবে না।” মির্জা আব্বাস দাবি করেন, সরকার যে সংস্কারের কথা বলবে, বিএনপি তা সংশোধন করে গ্রহণ করবে। তবে তার কথাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং তিনি নাকি কিছুই মেনে নেবেন না—এমন অভিযোগ তুলে বলেন, এই ধরনের বিকৃত তথ্য সঠিক নয়।
এছাড়া মির্জা আব্বাস মন্তব্য করেন, তিনি রাজনীতি করেন বলে স্বাধীনভাবে সত্য কথা বলা তার জন্য কঠিন নয়। তিনি বলেছিলেন, “আপনারা যারা আজ স্বাধীনভাবে কথা বলেন, সেই অধিকারটি আমরা লড়াই সংগ্রাম করে অর্জন করেছি। কারাগারে কাটানো সময়ের মাধ্যমে, নিজের পরিবারকে ত্যাগ করে এই অধিকার আমরা প্রতিষ্ঠিত করেছি।” তিনি আরও বলেন, যারা আজ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে নানা বাহানা করছে, তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়। এই অবস্থায় দেশবাসীকে তাদের প্রতি সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি একেএম মহসিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য মো. দেলোয়ার হোসাইন, ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন ধামইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বর্তমান অগ্রাদ্বিগুণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন মোস্তাক।
আপনার মতামত লিখুন